এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বের বাংলাদেশের সকল ম্যাচের সময়সূচি ২০২৫
এ.এফ.সি এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশের সকল ম্যাচের সময় সূচি আপনাদের জন্য চার্ট আকারে তুলে ধরা হলো। আশা করি সবাই এই চার্ট থেকে বাংলাদেশের সকল সময় সূচি সম্পর্কে অবগত থাকবে।
এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বের বাংলাদেশের সকল ম্যাচের সময়সূচি ও ভেন্যু-২০২৫
তারিখ | বনাম | সময় | ভেন্যু |
---|---|---|---|
০৪ জুন, ২০২৫ খ্রি. | বাংলাদেশ বনাম ভুটান | সন্ধা ৭ ঘটিকা | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম |
১০ জুন, ২০২৫ খ্রি. | বাংলাদেশ বনাম সিঙ্গাপুর | সন্ধা ৭ ঘটিকা | ঘোষণা দেয়নি |
০৯ অক্টোবর, ২০২৫ খ্রি. | বাংলাদেশ বনাম হংকং | ঠিক করা নাই | ঘোষণা দেয়নি |
১৪ অক্টোবর, ২০২৫ খ্রি. | বাংলাদেশ বনাম হংকং | ঠিক করা নাই | ঘোষণা দেয়নি |
১৮ নভেম্বর, ২০২৫ খ্রি. | বাংলাদেশ বনাম ভারত | ঠিক করা নাই | ঘোষণা দেয়নি |
৩১ মার্চ, ২০২৬ খ্রি. | বাংলাদেশ বনাম সিঙ্গাপুর | ঠিক করা নাই | ঘোষণা দেয়নি |
বাংলাদেশের ফুটবলকে আরো উন্নত ও জনপ্রিয় করতে আশা করবো সবাই খেলাগুলো পর্দার সামনে ও সরাসরি মাঠে উপস্থিত হয়ে দেখবেন। সেই সাথে বাংলাদেশের এই জাতীয় ফুটবল দলকে সার্পোট করবেন ও উৎসাহ দিবেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের এতো সুন্দর একটি স্কোয়ার্ড ঘোষণা করা হয়েছে যেই দলে থাকছে বিদেশি খেলোয়াড়রা যারা বড় বড় প্রিমিয়ার লীগে খেলে থাকে বাইরের দেশে।
মন্তব্য
ফুটবল আমাদের ঐতিহ্য ও উত্তেজনামূলক খেলা যা আমাদের হৃদ স্পন্দনকে বাড়িয়ে দেয়। এইরকম খেলাকে কেউ মিস করবেন না। দেশের খেলাকে ভালোবাসুন এবং দেশকে ভালোবাসুন। আশা করি সামনের খেলাগুলো অনেক উত্তেজনাকর ম্যাচ হতে চলেছে। বাংলাদেশ ফুটবল আরো এগিয়ে যাক এবং উন্নত হোক এটাই আমাদের চাওয়া ও প্রত্যাশা। শুভকামনা, ভালোবাসা ও দোয়া রইল প্রিয় দেশ, প্রিয় ফুটবল দল যারা বাংলাদেশকে উপস্থাপন করে বিশ্বের দরবারে।
আরও পড়ুনঃ ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ ২টি উপায়
আমার এই পোস্টের মধ্যে কোন প্রকার তথ্যগত ও লিখার মধ্যে কোন প্রকার ত্রুটি দেখা দিলে তা ক্ষমাসূলভ দৃষ্টিতে দেখবেন। আমাদের এইরকম সকল আপডেট তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন এবং বেল আইকনটি চেপে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ্য ও সুন্দর থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহাফেজ। আসসালামু আলাইকুম।
ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url