টেলিগ্রাম ব্যবহার হতে সাবধান - অনলাইনের মাধ্যমে প্রতারণা থেকে বাঁচতে হলে জেনে রাখুন
টেলিগ্রাম ব্যবহার হতে সাবধান - অনলাইনের মাধ্যমে প্রতারণা থেকে বাঁচতে হলে জেনে রাখুন কিছু তথ্য। অনেকেই এই টেলিগ্রাম সম্পর্কে জানেনা আবার অনেকেই জানে তারপরেও সকল মানুষই ধোকা খেয়ে যাচ্ছে প্রতিনিয়তই।
চলুন আজকে আপনাদেরকে আজকে এই টেলিগ্রাম সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। আপনারা এই তথ্যগুলো সম্পর্কে জানলে চোখ কপালে উঠবে। তাই ধৈর্য ধরে আজকের এই পোস্টটি একটু সময় নিয়ে বুঝে পড়ুন। খুব বেশি সময় লাগবেনা এবং খুব বড় পোস্ট হবেনা আশা করি।
টেলিগ্রাম ব্যবহার হতে সাবধান - অনলাইনের মাধ্যমে প্রতারণা থেকে বাঁচতে হলে জেনে রাখুন
অনলাইন বর্তমান সময়টাকে এতো পরিমাণে হাতের মুঠোয় এনে দিয়েছে যার ফলে বিশ্ব অনেক উন্নত হয়েছে। অনেক কাজ মূহূর্তের মধ্যেই হয়ে যাচ্ছে। যার ফলে মানুষ এখন সকল কাজকর্ম অনলাইনের মাধ্যমেই সম্পাদন করে থাকে। আর এর কারণেই এখন অনলাইনের মাধ্যমেই খাটি বাংলায় চোরের উপদ্রব বেড়েছে। এই অনলাইন ভালো ভাবে ব্যবহার করতে পারলে ইতিবাচক প্রভাব ফেলবে আর যদি খারাপ ভাবে ব্যবহার করে থাকেন তাহলে নেতিবাচক ভূমিকা পালন করবে।
আরও পড়ুনঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২০২৫ সালের সকল আন্তর্জাতিক ম্যাচের সময়সূচি
আর তাই বাস্তবে কর্মমুখী চোরের প্রভাব কমে গেছে কিন্তু অনলাইনের মাধ্যমে চোরের পরিমাণ বেড়ে গেছে। তাই এই অনলাইন খুবই সাবধানে ব্যবহার করতে হবে। এছাড়া এই অনলাইন আপনাকে মূহূর্তের মধ্যেই রাস্তায় নামিয়ে দিতে পারে। ভাবছেন কি ভাবে? অনেক মাধ্যম আছে। চলুন আজকে আপনাদেরকে আজকে ছোট্ট একটি কারণ সম্পর্কে বিস্তারিত জানাই।
টেলিগ্রাম ব্যবহার হতে সাবধান
টেলিগ্রাম ব্যবহার হতে সাবধান। অনলাইনের সবচাইতে বড় একটি ধোকাবাজির জায়গা এই টেলিগ্রাম। আবার বলতে পারেন সবচাইতে সুবিধার জায়গা এই টেলিগ্রাম। কি ভাবে সেইটা ভাবছেন? তাহলে শুনুন; বর্তমানে ভাইরাল জগতে একটু কিছু হলেই সব কিছু ভাইরাল হয়ে যায় যার কারণে নিজের প্রাইভেসি বলে আর কিছু নাই। কিন্তু এমন অবস্থায় এই টেলিগ্রাম অনেকটাই নিরাপদ ভাবতে পারেন।
তবে এইখানে ব্যবহারে সর্বোচ্চ হাই এলার্ট বা রেড এলার্ট জারি করা হচ্ছে কারণ এই টেলিগ্রামে মোটামুটি এডাল্ট থেকে সব কিছুর জন্যই অনুমতি দেওয়া আছে। যার ফলে কোন কিছুর জন্য ওয়ার্নিং সিস্টেমটা খুবই কম কাজ করে। আপনি এই এ্যাপস বা স্যোসাল মিডিয়া মাধ্যমটি ব্যবহার করে নিজের সেফটি খুজে পাচ্ছেন ভালো কথা কিন্তু যদি আপনাকে কেউ ধোকাবাজির ফাঁদে ফেলে তাহলে কি করবেন? কি ভাবে ধোকার স্বীকার হবেন সেই কথা ভাবছেন তাহলে বিস্তারিত পড়তেই থাকুন।
কি ভাবে অনলাইনের মাধ্যমে প্রতারণা হচ্ছে? এইটা থেকে বাঁচতে হলে জেনে রাখুন
বর্তমানে এইরকম বিভিন্ন ওয়েবসাইট বলেন আর এ্যাপস বলেন তৈরি করে এই ফাঁদে ফেলা হচ্ছে। একটি উদাহরণ হিসেবে একটা ঘটনা শেয়ার করি তাহলে আরো ভালো ভাবে বুঝতে পারবেন। আর এখন যেই ঘটনাটি শেয়ার করবো সেইটা বাস্তব একটি ঘটনা এমনকি আমি নিজেও এই স্ক্যামের স্বীকার যদিও বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়নি। তবে যে হয়েছে তার ঘটনাটি আপনাদের সতর্কতার জন্য শেয়ার করছি।
প্রথম অবস্থায় হোয়াটসএ্যাপ দিয়ে একজন কিছুক্ষণ কথা বলে আপনাকে অনলাইনের কাজের প্রতিশ্রুতি দিয়ে নানা রকম প্রলোভন দিয়ে এই কাজের জন্য সিলেক্ট করবে। আর এই কাজে সবাই সিলেক্ট হয় কেউ বাদ পড়েনা। সেইখানে থেকে বলা হবে আপনার সাথে অন্য আরেকজন মেন্টর আপনাকে সব কিছু বুঝিয়ে দিবে সকল কাজের ব্যাপারে। আর তার জন্য টেলিগ্রাম ইনস্টল করতে হবে আর যদি ইনস্টল করা থাকে তাহলে আর প্রয়োজন নাই। অনেক সময় সরাসরি টেলিগ্রাম থেকেই ডিরেক্ট ম্যাসেজ দিয়ে থাকে তবে যে ম্যাসেজ দেয় প্রথম অবস্থায় সে আরেকজনের কাছে হ্যান্ডওভার করে থাকে হয়তো একই ব্যক্তি নিজেই সব কিছু মেইনটেইন করে থাকে।
আরও পড়ুনঃ এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বের বাংলাদেশের সকল ম্যাচের সময়সূচি ২০২৫
এইবার সেই ব্যক্তি আপনাকে কাজ সম্পর্কে সব কিছু বলে দিবে। মূলত বিভিন্ন স্ক্যামার বিভিন্ন ভাবে এই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকে। একটা কাজে না দিলে আরেকটা এপ্লাই করে থাকে। এখন আপনাকে হয়তো তারা কিছু টাস্ক দিবে সেই টাস্কগুলো আপনাকে পূরণ করতে হবে। আর এই টাস্কগুলো কিন্তু খুবই সহজ টাস্ক আর কিভাবে এই টাস্কগুলো কাজ করতে তা আপনি নিজের চোখে দেখতে পাবেন যদিও সব কিছু ফেক।
এরপর আপনাকে কেউ ১০টা, ২০টা, ৩০টা ইচ্ছামতো তাদের পলিসি অনুসারে টাস্ক দিবে। আপনি সেইগুলো সম্পূর্ণ করার পরে আপনার ওই মেন্টর আপনাকে যেই লিংক দিয়ে কাজ করাবে সেই সাইটে আপনাকে দিয়ে একটা একাউন্ট ওপেন করানো হবে আর সেই একাউন্টেই কিছু টাকা আসবে। আপনি সেইটা বিকাশ বা নগদ অথবা বিভিন্ন দেশী লেনদেনের মাধ্যমে টাকাগুলো তুলে নিতে পারবেন। আর এর জন্য আপনার মেন্টর আপনাকে সব কিছু শিখিয়ে দিবে প্রথমবার।
আপনি সব প্রসেস শেষ করে মেন্টরকে জানালে মেন্টর আরেকটা জায়গায় আপনাকে নক দিতে বলবে সেইটা হলো ক্সাটমার সাপোর্ট এ। তাহলে আপনার কইজনের সাথে মিটাপ হলো এই পর্যন্ত? ৩ জনের সাথে। এই ভাবে আপনাকে টাকাগুলো দিয়ে দিবে। আপনি ভাবছেন যে ভালোই তো ফ্রিতে এতোগুলা টাকা পেয়ে গেলেন কিন্তু আসলে একবার ভাবেন তো! টাকা ইনকাম কি এতোই সহজ? যেখানে নিজ দেশের শ্রমিকরা, দিন মজুরেরা সারাদিন খেটে ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করতেই করুণ অবস্থা হয়ে যায় সেখানে কয়েক মিনিটের মধ্যেই আপনাকে এতো বেশি পরিমাণে টাকা দিচ্ছে যার কারণে আপনি লোভে পড়ে যাচ্ছেন একবারো ভালো ভাবে গভীরে গিয়ে চিন্তাও করছেন না।
একাকটা স্ক্যামার তাদের পলিসি অনুসারে হয়তো আপনাকে এই কাজটি সর্বোচ্চ ৩ বার করাইতে পারে ফ্রিতে। কেউ ১ বার আবার কেউ ২ বার পর্যন্তও করাই। এর পরে আপনাকে বলবে ডিপোজিট করতে। তাও অল্প টাকা না ৫০০০ থেকে শুরু করে ৩০০০০ টাকা পর্যন্ত ডিপোজিট করতে বলে যার পরিমাণ অনেক সময় পেক্ষাপট অনুসারে এর বেশিও হয়ে থাকে। লক্ষ্য লক্ষ্য টাকার লেনদেনও হয়ে থাকে। এইবার আপনি ডিপোজিট করলেন সেইম কাজ আপনি প্রথমবার করলেন ওইটা ডিপোজিট টাকার উপরে আপনাকে কিছু টাস্ক সম্পূর্ণ করার সুযোগ দিবে যা সম্পাদন করা হলে আপনাকে টাকা তোলার সুযোগ দিবে।
এইকবার আপনি চোখের সামনে আপনার টাকার অর্ধেকের মতো টাকা আপনার মূল টাকার সাথে যোগ দিয়ে আপনি এই পরিমাণ টাকা পেয়ে গেলেন। পরের রাউন্ড খেলতে আবার ডিপোজিট আর এইবার আরো বেশি ডিপোজিট করা লাগবে আর এইটা পর্যায়ক্রমে বাড়তেই থাকে। এইবারও হয়তো টাকা দিয়ে দিতে পারে আবার নাও দিতে পারে। এইবার হয়তো আপনাকে জটিল সমস্যার মধ্যে ফেলতে ফেলতে পারে বা কোন লাকি সুযোগ দিবে যা সম্পূর্ণ করলে আপনি দ্বিগুণের থেকেও বেশি টাকা পাবেন। আর তার জন্য আপনাকে আবার কিছু পরিমাণ টাকা ডিপোজিট করা লাগবে। তাছাড়া কাজ সম্পাদন করতে পারবেন না। আর কাজ সম্পাদন পরিপূর্ণভাবে না করলে আপনি টাকাও তুলতে পারবেন না।
আরও পড়ুনঃ ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ ২টি উপায়
এইবার আবার টাকা ডিপোজিট করলেন এবং হয়তো পেয়ে গেলেন অনেক পরিমাণে টাকা। এইবকার পরেরবার আপনি আরো অনেক টাকা ডিপোজিট করলেন আর এইবার অর্ধেক কাজ সম্পাদন করার পরেই আপনাকে আবারো ডিপোজিট করতে বলা হবে। আর এইবারই হলো আসল খেলা যেই এমাউন্ট এর পরিমাণ এতো বেশি আপনি ডিপোজিট করতে না পারলে আগের টাকাগুলোও তুলতে পারবেন না। কোথায় পাবেন কোথায় পাবেন এইরকম চিন্তা করতে করতে ধার করে হলেও আগের টাকা তোলার জন্য আবার হয়তো ডিপোজিট করে ফেলবেন।
এইবার আপনার জন্য বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে তারা। এই টাকা ডিপোজিট করার পরেই হয়তো আপনাকে আউট করে দিবে নইতো সাইট বন্ধ করে দিবে আর তানা করে আপনি যদি ডিপোজিট করতে ব্যর্থ হন তাহলে আপনার টাকা আর ফেরত পাবেন না তাদের কাছেই চলে যাবে। এখন আপনি যা ইনকাম করেছিলেন সেখান থেকে তার চেয়েও কয়েকগুণ টাকা তারা নিয়ে নিবে আপনার কাছে থেকে।
এখন আশা আপনি কি করবেন একবার ভেবে দেখুন তো। অনেকেই লক্ষ্য লক্ষ্য টাকা ডিপোজিট করে ফেলে ধারদেনা করে আবার সুদের উপর টাকা নিয়ে এসে তাহলে এই টাকা কি ভাবে পরিশোধ করবেন একবার ভাবুন তো। ভাবলেই বুক কেঁপে উঠবে ভয়ে। আর এই ভাবেই চলছে রমরমা অবৈধ টাকার ব্যবসা। আরো কিছু মাধ্যতো আছেই যেমন অনলাইন কেসিনো বা বেটিং সাইট ও এ্যাপস এবং ক্রিপ্টো কারেন্সির বিভিন্ন গোলকধাঁধা তো আছেই।
সতর্কতা
এইসকল কাজ টেলিগ্রাম সেফ্টি থাকায় টেলিগ্রাম থেকেই সব কিছু পরিচালনা করা হচ্ছে। টেলিগ্রাম ছাড়া অন্য কোথাও এর কাজগুলোর প্রভাব বা বিস্তার নাই। তাই বলি এই টেলিগ্রাম হতে সাবধান। আপনি টেলিগ্রাম ব্যবহার করছেন করেন কোন সমস্যা নাই তবে যতই লোভে দেখাক না কেনো আপনি কখনো আপনার প্রয়োজনীয় ব্যবহারের বাইরে এই এ্যাপসকে ব্যহার করবেন না। এতে করে আপনিসহ সকলেই ভালো থাকবেন। তবে সম্ভব হলে এই টেলিগ্রামটা যতটা সম্ভব না ব্যবহার করাই ভালো কারণ এই এ্যাপস থাকলেই আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কনভেন্স করার চেষ্টা করবে বিভিন্ন অপকাজে।
মন্তব্য
পরিশেষে সবাইকে বলবো, এই পোস্ট শুধু একটা পোস্ট না, আপনাকেসহ প্রত্যেককেই সতর্কতা করার জন্য একটা বাণী বলতে পারেন। আপনি ভালো থাকুন সতর্ক থাকুন এতে করে আপনার পরিবার, সমাজ সবাই ভালো থাকবেন। আর এই পোস্টটি যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন হয়তো স্যোসাল মিডিয়া নইতো কারো কাছে গল্প আকারে। আমি সাধারণত কাউকে পোস্ট শেয়ারের কথা বলিনা এই প্রথম বল্লাম।
আরও পড়ুনঃ ভিপিএন ব্যবহারের সুফল ও কুফল
এই স্ক্যামগুলো বেশিরভাগ সমই দেশের বাইরে থেকে পরিচালিত হয়। দেশের মধ্যেও আছে তবে দেশের বাইরেই বেশি আছে। আমি দেশগুলোর নাম উল্লেখ করবোনা আশা করবো সবাই অনেক ভালো বুঝেন তাই সতর্ক হয়ে যাবেন। আমার লিখনিটা বুঝাই লিখতে গিয়ে হয়তো একটু বড় হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রথমেই বলেছিলাম বেশি বড় হবেনা পোস্টটি। সকলেই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন এবং সুন্দর থাকবেন এই দোয়া ও প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম।
ABM Creative IT'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url